এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক সড়কের পৌর শহরের বুরুঙ্গা এলাকায় একটি কালভার্টের মাঝখানের অংশে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কের এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
স্থানীয় লোকজনেরা বলছেন ২০২১ সালের মে মাসে এবং ২০২২ সালের জানুয়ারি মাসে দুইবার এ ব্রিজে বড় বড় গর্ত হয়েছিল। পরে গর্তের স্থানে স্টিলের পাটাতন বসিয়ে এভাবে বছরের পর গেলেও ফের দেখা দিয়েছে গর্ত। এ অবস্থায় এটি স্থানীয় সংস্কার বা পূর্ণ নির্মানের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে কর্তৃপক্ষ বলছে ব্রিজটি নতুন করে সংস্কার করা হবে।
এদিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি দীর্ঘ সময় ধরে যানবাহনের যানজট লেগে থাকাই এখন লোকজন এ সড়ক দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। প্রতিদিন সড়ক দিয়ে দুর্গাপুর ও কলমাকান্দার প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেথাকে।
স্কুল-কলেজে যাওয়া-আসা শতশত শিক্ষার্থী। কিন্তু ব্রিজটির উপর দিয়ে ট্রাক-লড়ি ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, সাধারণ রিকশা,নছিমনসহ ছোট ছোট যানবাহন এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে রাতে চলাচলে সময়ে গর্ত দেখা যায় না ফলে ঘটতেপারে দূর্ঘটনাও ।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়,কালভার্টের মাঝখানের ভাঙা অংশ দিন দিন বড় হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানে কোনো নিশানাও টানানো নেই।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ খোয়াজুর রহমান বলেন,আগামীকালের মধ্যেই এটি সংষ্কারের ব্যবস্থা নিব। পাশাপাশি কালভার্টটি নতুন করে সংস্কার করার প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি শীগ্রই কাজ শুরু হবে।