রফিকুল হাসান আজমী, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলম।
শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রামের ভাদেড়া পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ব্যাপারীর সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নয়ন মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, বোকাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তৌহিদ আকন্দ, সোহেল রানা, ঝিনুক আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে নাজনীন আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার আহ্বান জানান তিনি।