দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনগুলো। সোমবার দুপুরে অংশগ্রহনে এ বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, প্রাক্তন পৌর চেয়ারম্যান কামাল পাশা, প্রাক্তন মেয়র শ.ম জয়নায় আবেদীন, আ‘লীগ নেতা হারুন অর রশীদ, বিপ্লব মজুমদার, আলতাবুর রহমান কাজল, শফিকুল ইসলাম, শাহীনুর আলম সাজু, সাদেকুল ইসলাম, বিভাস সরকার, মোবারক হোসেন, বিউটি আক্তার সহ অন্যান্য নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।