মো. ফরহাদ,মুন্সীগঞ্জ :
“ চির যুবা তুই যে চিরজীবী জীর্ণজরা ঝরিয়ে, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি।’’ কবিতাংশকে প্রতিপাদ্য করে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে নবীনবরণ ও সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টার দিকে কলেজ মাঠ প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসায় বরণ করে নেওয়া হলো মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ১ হাজার ৮ শত নবীন শিক্ষার্থীকে।
নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে সরকারি হরগঙ্গা কলেজের জামতলার কলেজ মাঠ ক্যাম্পাস।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন কর্মসূচি পালন শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এমারত হোসেন ইমরান, ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ মামুনুর রশীদ,অর্থনীতি বিভাগের প্রভাষক শাকিলা আক্তার ও হিসাববিজ্ঞান বিভাগের পূর্ণিমা ঘোষের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বিশেষ অতিথি,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, সরকারি হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হুসেন।
প্রধান বক্তা, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস্) মো.আদিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. আফসার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামসুল কবির, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আহমেদ জিন্নাহ্, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সুরুজ মিয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নিবির আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ। নবীনবরণ অনুষ্ঠানটির আহবায়ক হিসেবে ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।