পূর্বধলা প্রতিনিধি,
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপি ও জামাতের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩মে) মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর নেতৃত্বে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা জুলফিকার শাহীন, বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুম, পূর্বধলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, আনিসুর রহমান জুয়েল সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর কঠিন শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ