ইকবাল ভূইয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ০১ (এক)নির্বাচিত হয়েছেন ছানোয়ার উদ্দিন ছানু। ২২শে মে সোমবার জেলা পরিষদ এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত কুমার সজল এঁর সভাপতিত্বে মাসিক সভায় ব্যালটের মাধ্যমে এই প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। আটপাড়া উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য ছানোয়ার উদ্দিন ছানু আটপাড়া শুনই ইউনিয়ন পরিষদের দু’বার নির্বাচিত চেয়ারম্যান। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্যানল চেয়ারম্যান নির্বাচনে অপর সদস্যরা হলেন বারহাট্রা থেকে নির্বাচিত সদস্য লুৎফর রহমান চঞ্চল এবং মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন ও কেন্দুয়া থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্য ফরিদা ইয়াসমিন।