পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা উপজেলা শিক্ষক ও কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৫তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্টেশন রোডের মোস্তফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির পূর্বধলা উপজেলা শাখার চেয়ারম্যান ও আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা শিক্ষক ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান সাফায়াত আহমাদ, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণ করা হয়। পরে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মোখলেছুর রহমান, গীতা পাঠ করেন ডা: মোহাম্মদ আলী উচ্চ বিদ্যায়ের সহকারি শিক্ষক নিলয় চক্রবর্ত্তী। সংগঠনটির সাধারন সম্পাদক, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন ও হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: হীরা মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা শিক্ষক ও কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ও ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একলাছ মিয়া, সংগঠনটির ডিরেক্টর, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রশিদ সরকার, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব, নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেছ উদ্দীন, বাড়হা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নাহার খানম মেবিন, বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, দেওটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, সংগঠনটির সাবেক ডিরেক্টর বিকাশ চন্দ্র সরকার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন পূর্বধলা উপজেলা শিক্ষক ও কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পূর্বধলা উপজেলা শাখার ব্যবস্থাপক নারায়ন চন্দ্র সরকার।