দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) এবং অমর আলীর ছেলে অটোরিক্সা চালক সাদেক মিয়া (৫০),বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে অটো করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিক্সার। এসময় অটোচালকসহ ৪ জন গুরুতর আহত হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন একই গ্রামের বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।