নেত্রকোনার পূর্বধল্লায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আজ (১৫ মার্চ) সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সমবায় সংক্রান্ত,সরকারের গুরুত্বপূর্ণ বিষয় ও বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনিন আক্তার , উপজেলা সমবায় অফিসার তরুলতা সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম,
জেলা সমবায় প্রশিক্ষক মোঃ ফেরদৌস আলম ভূঁইয়া, মোহাম্মদ রেজাউল আলম খান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় তিনটি আশ্রয়ন প্রকল্প ও অন্য দুটি সমিতির সদস্য সহ মোট ২৫ জন প্রশিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।