ট্রেন ছাড়ার আরও ঘণ্টা খানেক বাকি
টিকিট কাটা হয়ে গেছে ;
টিকেটে হয়তবা গন্তব্যের ঠিকানা মিলবে
জীবন হারাবে জীবনের কথা
অবসান হবে মহুয়ার মায়াবী বিকেল।
আর আমি! একাকী বয়ে চলবো
আজীবন স্মৃতির বোঝা।
দু’ টাকার বাদাম কিনে জীবন অবধি
হাটলাম
স্মৃতিকে ধরে রাখতে ঘড়িতে এলার্ম দিতে
বললে,
তারপর কত বছর-যুগ চলে গেল
আমি একাকী স্মৃতির আয়নায় তোমার
ছবি দেখি।
তুৃমি ভুলে গেছো
সেদিনের সব গীতিময় অতীত-
কৃঞ্চচূড়ার মাতাল বসন্তে
তোমার চুলের মোহনী গন্ধ
আজও আমায় আন্দোলিত করে।
তুমি আমাকে ভুলনি বলে-
টিকেট বিহীন একটি চিঠি দিলে
চিঠিটি আজও রয়ে গেছে
পুরনো ডায়েরির মলিন ভাজে।
শুন্যতার অসীম হাহাকার নিয়ে
ফিরে এলেম।
আজও যে শুন্যতা তাড়িয়ে ফিরে।
এলার্ম দেয়া ঘড়িটি আজ আর নেই
তারপর সাতাশ বছর বয়ে গেল
তুমি আর জানতে চাওনি-
কেমন আছি, কোথায় আছি?
ফুল সজ্জায় যাবার আগে কতবার কেঁদেছি,
কতবার কামনা করেছি-
আরও একবার জন্ম নিতে।
তোমায় আজও খুঁজে ফিরি –
সাতাশ বছর পেছনে ফিরে।
ট্রেন ছুটে চলে তোমার গন্তব্য অভিমুখে-
অপলক দৃষ্টিতে তোমাকে হারাই।
তোমার স্মৃতির সোনালি ফ্রেমে
চিঠিটি আজও রয়ে গেছে।
জীবন শুধুই বয়ে চলে- বিস্মৃতির মরুদাহে।