“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
শুক্রবার (১৭ মার্চ) মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ প্রতিকৃতিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম পিপিএম।
মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুনাক সভানেত্রী, আমিনা রহমান মুন্নী।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আদিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, ডিআইও-১ মোহাম্মদ হেলাল উদ্দিন, আরআই (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান প্রমুখ।
পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে “ স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার, মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ মহাকাব্যের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর হাত ধরে এসেছে পরম আরাধ্য স্বাধীনতা।