মোছা তাওহিদা জান্নাত এশা এ বছর ২০২২ ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তিপরিক্ষায় পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ গ্রহন করে টেলন্টপুলে বৃত্তি পেয়েছে। তার পিতা মো. এমদাদুল ইসলাম পেশায় সাংবাদিক ও মাতা সুরাইয়া বেগম, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।সে সকলের দোঁয়া প্রত্যাশি। এ বছর পূর্বধলায় ৫ম শ্রেণির বৃত্তিপরিক্ষায় ৭১ জন টেলেন্টপুল, ১২১ জন সাধারণ বৃত্তি পেয়েছে।