মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখর অনির্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাইভ ইলেভেন ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেড এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮ টার দিকে বৈখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাই ইলেভেন ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান মিলনের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন,খিদমাহ সার্জিক্যাল কেয়ার এন্ড ল্যাব। প্রায় ২৫০ অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ড. রিয়াজ মাহামুদ বাবু(এমবিবিএসব, বিসিএস,এসএস, সার্জারি), ড. সোনিয়া ইসলাম(এমবিবিএস, পিজিটি, (গাইনি ও অবস), ডিএমইউ(অন্ট্রা), জিএম এস এম সালাউদ্দিন, মাসুদ রানা নাহিদ, তানিয়া আক্তার,ফাহিমা আক্তার, মাহাবুব আলম, এপেক্স ক্লাব অব মুন্সীগঞ্জ এর সভাপতি মাসুদুর রহমান, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসেন হাসানুল কবির, তাইজুল ইসলাম আইপিপিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।