মো. ফরহাদ, মুন্সীগঞ্জ
“ আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”- গানে গানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। শহরের পুরাতন কাচারী এলাকার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তা,
আওয়ামী লীগ, সাংবাদিকবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শ্রদ্ধার্ঘ জানিয়েছেন বিভিন্ন সরকারি দপ্তর,সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা পেশাজীবীর মানুষ। এতে ফুলে ফুলে আচ্ছাদিত হয়ে উঠে পুরো শহীদ মিনার। শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এনামুল আহসান,স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা: মো.মঞ্জুরুল আলম,
সরকারী হরগঙ্গা কলেজের পক্ষে অধ্যক্ষ মো. আব্দুল হাই তালুকদার, মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হারী, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস উজ্জামান আনিস,জেলা আওয়ামীলীগের পক্ষে অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফছার উদ্দিন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার, মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষে মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলার পক্ষে উপজেলা নির্বাহী হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ,জেলা মহিলা লীগের পক্ষে আহবায়ক তহুরা জামান, যুব মহিলা লীগের পক্ষে মোর্শেদা বেগম লিপি প্রমুখ।