সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও প্রতিনিধিঃজাতীয় সংসদ ঠাকুর গাঁও -৩আসনের উপনির্বাচনে আজ বুধবার ১/২/২৩ইং তারিখে সকাল ৮ঃ৩০মিনিট হতে ভোট গ্রহণ চলছে। বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের কারনে, শুন্য আসন উপলক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল হতে ভোটার সংখ্যা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে এই প্রথমবার ইভিএম ভোটিং মেশিন এর মাধ্যমে ভোট দিতে পেরে ভোটাররা খুব খুশি। মানুষ যেন সুস্থ ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই ব্যপারে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ৯০০পুলিশ সদস্য, আনসার বাহিনী ১৫৭২জন রেব ১০টিম বিজিবি ৭প্লাটুন, এছাড়া নির্বাহী ম্যাজিস্টেট ১৮জন নির্বাচন কমিশনের ১৮জন পর্যবেক্ষক নির্বাচনী দ্বায়িত্বরত রয়েছেন। ঠাকুর গাঁও তিন আসনের উপনির্বাচনে ভোটার সংখ্যা ২৪হাজার ৭৩৯জন। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এর মধ্যে ১৪দলীয় মনোনীত প্রাথী,ওয়ার্কার্স পার্টির মোঃইয়াসিন আলী,(হাতুড়ি) বাংলাদেশ ন্যাসনাল পার্টিলিস্ট ফ্রন্ট সিরাজুল ইসলাম (টেলিভিশন) জাতীয় পার্টি হাফিজ উদ্দিন (লাংগল)জাকের পার্টির এমদাদুল হক(গোলাপফুল)ন্যসনালস পিপলস পার্টির শাফি আসাদ (আম)স্তন্রপ্রার্থী গোপাল চন্দ্র রায় (একতারা)মার্কা, ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।