মো: এমদাদুল ইসলাম ,
সারাদেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলায় আজ (১ জানুয়ারি) রবিবার বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক- উঁৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বই উৎসব ও বই বিতরণ করা হয়েছে। পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার,
মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রখান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপজেলা রির্সোস সেন্টারে’র উপজেলা প্রশিক্ষক শেখ মোকসেদা জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিন মিয়া, ফাহমিদা ইয়াসমিন, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা বেগম অন্যান্য শিক্ষকগণ, অভিভাবক, শিক্ষার্থী সহ অন্যরা। এছাড়া পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় সহ অন্যাণ্য বিদ্যালয়েও ব্যাপক- উঁৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বই উৎসব উদযাপন ও বই বিতরণ করা হয়েছে।