মো: এমদাদুল ইসলাম ,
নেত্রকোনার পূর্বধলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, করোনা প্রতিরোধে করণীয় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সে’র সভাপতিত্বে পরিচালিত পূজা উদযাপন প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ,
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, সভায় আলোচনায় অংশগ্রহণ করেন পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম. পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ ফরহাদ হোসেন,পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বুলবুল, খলিশাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, পূর্বধলা আনসার-ভিডিপির প্রতিনিধি মোঃ মোরশেদ আলম ,উদীচীর সভাপতি প্রদীপ কৃষ্ণ চন্দ,ফায়ার সার্ভিস পূর্বধলা উপজেলার টিম লিডার মোহাম্মদ কামরুজ্জামান,
পূর্বধলা সম্পাদক পরিষদের সভাপতি ও সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন জীবনকৃষ্ণ দে, নিরঞ্জন কুমার ভাদুরী, জোতিস সাহা প্রমূখ। এসময় সভায় জানানো হয় আগামী ১ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে সেই লক্ষে পূজাকে শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সব ধরণের প্রচেষ্টা অব্যহত থাকবে। আলোচনা সভায় ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,ঈমাম , গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন