আলী জাবেদ মান্না ,নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ইমামবাড়ী বাজারের পাশে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ( ০৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় ইমামবাড়ী বাজারের পাশে হাওরে এ ঘটনা ঘটে। নিহত সাফিকুল ইসলাম কালিয়ারভাঙ্গা গ্রামের মোঃ জমিরুল মিয়া’র ছেলে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজে ছিল সে। বজ্রপাতের পরে তাকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ এই লাশের সুরতাল করছে।