হেশকে ভরা মশকে পুরা তুমার যৌবন সই।। দেখিয়া অঙ্গের ভঙ্গি আমাতে আর আমি নই।। ঘুমটা খুল প্রাণ সখি নয়ন ভরিয়া দেখি।। আলিঙ্গণে কর সুখি প্রাণ প্রাণ মিশাইয়া রই।। তোমায় পাবো পাবো বলে পরকাল বিচার পরে।। কেবা ইহা বিশ্বাস করে অন্ধের দুনিয়া কই।। থাকিতে জীবন প্রিয়া নিবাও জ্বালা দেখা দিয়া।। খাজাজি শাহ মফজ্জল হক চিশতি কয় কুরাণ মতে দেখা দিতে বাঁধা কই।। প্রকাশনায়- পাগল তৌহীদ চিশতি পূর্বধলা, নেত্রকোনা।