নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা বাংলাদেশী ট্রাফিক এসোসিয়েশন (jBTA) এর ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা । গত ২৪ জুলাই লংআইল্যান্ডের হ্যামস্টেট লেকপার্কে অনুষ্ঠিত জ্যামাইকা বাংলাদেশী ট্রাফিক এসোসিয়েশন এর মিলনমেলায় বন্ধু-বান্ধব পরিবার পরিজন নিয়ে দিনভর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েু প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ পার্কের খোলা মাঠে খেলাধুলা রাফেল ড্র সহ নানা আনন্দে মেতে ওঠেন তারা।
আয়োজকদের অন্যতম আবুল বরকত আহমেদ স্বাগত বক্তব্যে বলেন প্রথম বারের মত আয়োজন করেছি কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তবে সামনের দিন গুলোতে আরো ব্যাপক ও বড় আকারে আয়োজন করবে বলে জানান এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান সফল করার জন্য
আয়োজকদের মধ্যে কাজী শাহরিয়ার মতিন ও স্বপন কর্মকার শুভেচ্ছা বক্তব্যে উপস্তিত সবাইকে ধন্যবাদ ও যারা এবার আসতে পারেননি বিভিন্ন সমস্যা কারনে তারা যেন আগাামীতে আসেন সে আহ্ববান জানান।
আয়োজকদের মধ্যে সার্বিক সহযোগিতা করেছেন নাজমুল হাসান , লুৎফর রহমান, জিহাদি রহমান, স্বপন কর্মকার, আসাদুজ্জামান আসাদ, নাজীরুল ইসলাম, ফরিদ এম ডি এস, ভূইয়া এম এ, মো:আলম, রাজন দে, অনিক চক্রবর্তী, লিটন বিশ্বাস ,সাইদুর রহমান পিন্টু, সাজ্জাদ হোসেন হিমন ,আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূক।
সকালের নাস্তা থেকে শুরু করে সারা দিন একটা পর একটা মজার মজার মুখরোচক খাবার এবং পরিবেশনা ছিল প্রসংশনীয়। খাবারে পর সবাই আড্ডায় মেতেছে তার পর শুরু হয় বিভিন্ন খেলা ধূলার প্রতিযোগিতা ,পুরুষ দের বল ড্রপ প্রতিযোগিতা , মহিলাদের বালিস খেলা ও ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা বিশেষ উপভোগ্য ছিল। বিকালের জালমুড়ি , চা ও স্পেশাল ফিরনি ছিল তৃপ্তিদায়ক।সুস্বাদু ফিরনির জন্য মিসেস মতিন এবং রাফেল ড্র পুরস্কারের স্পনসরের ব্যাবস্থা জন্য লিটন সেন কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আয়োজকবৃন্দ ।
সর্বশেষ আকর্ষণ ছিল পুরস্কার বিতরনী ও রাফেল ড্র ।সাতটি বিশেষ আকর্ষনীয় রাফেল ড্র পুরস্কারের মধ্য প্রথম পুরস্কার বিজয়ী ছিলেন মিসেস কর্মকার । কাজী শাহরিয়ার মতিন , জিহাদি রহমান , নাজীরুল ইসলাম,ফরিদ এম ডি, আলম ও আসাদকে ,আয়োজকদের সকলের পক্ষ্য থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম অনুষ্টানকে সুন্দর ও সার্থক যতেষ্ট অবদান রয়েছে।