অনুভব করবো না
___শরিফুজ্জামান পল
আর কখনো অনুভব করবো না
“আমি তোমাকে ভালোবাসি”শুনবো না–
আর কখনো ভালোবাসবো না?
শ্বাস নেব না—-নিঃশ্বাস বন্ধ করে
থাকবো একা।
চিন্তা বন্ধ করে দিবো
অন্য মানুষ নষ্ট হলে আমার কি ?
আমার দুঃখে কে কাঁদে?
জীবন থেকে বেরিয়ে যাবো
হৃদয়কে দূরে উড়িয়ে দিবো।
কেন্দ্র ছাড়া বৃত্তে চক্রাকারে ঘুরবো।আমি
ভান করতে পারি না।
সিদ্ধান্ত ?আমি মরবো না।
আমি দেখবো — দেখে দেখে শিখবো
জীবনকে সামনে নিয়ে যাবো
কোন এক অশান্ত ঢেউয়ে আমি
ঝড় হয়ে আকাশে উড়ে বেড়াবো।
তুমি আমাকে আর দেখতে পাবে না
চুম্বনেও থামবো না
একটুও বিচলিত হবো না।
অনুগ্রহ করে বুঝে নিও,
প্রেম শেষ হলে শ্বাস নেব না,
আর কখনো শ্বাস নেব না।
আমি অবশ্যই মারা যাবো
বন্ধ করে দিবো হৃদয়ের ছন্দ ছড়া
কবিতা বন্ধ করবো।
অবশ্যই আলাদা হয়ে যাবো
তোমাকে আমার মন থেকে আলাদা
করার জন্যই
পৃথিবীতে এত নির্মম আয়োজন।
আমি যে অস্বীকার করতে পারি না।
কোল আর অনুভব করি না
শিহরিতো হওয়ার হরমোন গুলি যেন
ক্যান্সারে পরিণত হয়েছে।
ব্যথায় ব্যথায় মন ভরে যায় মুহূর্তে মুহূর্তে।
তারপর ও “আমি তোমাকে ভালোবাসি”
শুনতে চাইনা।
আমি কি আর কখনো তোমাকে
ভালোবাসবো না?
প্রেম শেষ হলে —
অবশিষ্ট ছাইটুকুই পড়ে থাকে
জীবনের উনুনে।