বর্নাঢ্য আয়োজনে আজ ২৭ শে জুন সোমবার BAPA & CWA 1182 এর টি -টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আসর ২০২২ সালের জ্যামাইকার বাইসলে পন্ড পার্কে (Baisley Pond Park) উদ্ভোধন হয়। আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া উদ্ভোধনী অনুস্টানে বক্তব্য রাখেন মেয়র অফিসের ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার কমিশনার ম্যানোয়েল কাস্টো ,CWA 1182 টেম্পোরারী এডমিনিস্টেটর রিকি মরিসন ,বাপা র ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক ও পুলিসের উ্র্ধতন কর্মকর্তা বৃন্দ।
সিডে
উপস্তিত ছিলেন BAPA ও CWA 1182 এর কর্মকর্তাবৃন্দ , ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তা বৃন্দ , সব গুলো দলের খেলোয়ার ও ম্যানেজম্যনেট কমিটির সদস্যবৃন্দ আম্পায়ারবৃন্দ,ও বিভিন্ন দলের সাপোর্টার ।সব শেষে প্রার্থনা সংগীত দিয়ে উদ্ভোধনী অনুষ্টান সমাপ্ত ঘোষনা করা হয়
এদিকে টুর্নৈামেন্টের প্রথম খেলা শুরু হয় বিকাল ২:৩০ মিনিটে । হাডসন হিটার ও ফাইনেস্ট বাপা । টসে ফাইনেস্ট বাপা জিতে বেটিং নিয়েছে বাপা । বৃস্টির কারনে ২০ ওভারের জায়গায় ১৫ ওভারের খেলা নির্ধারণ হয় । ৮ ওভারে ৩৩ রান করতেই মুসল ধারে বৃ্ষ্টি নেমে খেলা পন্ড হয়ে যাওয়ায় । ১ পয়েন্ট নিয়ে দুই দল কেই সন্তুষ্ট থাকতে হয়
এদিকে ম্যানহাটন সাউথ ১০২ হাডসন হিটারের সাপোর্টার দের মন খারাপ হতে দেখা য়ায় । তারা পয়েন্ট ভাগাভাগিতে মোটেও সন্তুস্ট না। অবশ্য দলের কেপ্টেন মোর্সেদ ও ভাইস কেপ্টেন আহসান সবাইকে আগামী খেলার জন্য মনযোগের কথা বলেছেন । দলের ম্যানেজার মোহাম্মাদ সোলাইমান সাপোর্টারদের এবং যারা আজকে আসতে পারেন নি তাদের আগামী খেলায় আসার আমন্ত্রন ও তার টিমের সকল সদস্য কে ধন্যবান জ্ঞাপন করেছেন এবং বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আলম মোহাম্মদকে টিমের সবাই কে দুপুরের খাবারের আয়োজনের জন্য ।