বর্নাট্য আয়োজনে আগামি কাল সোমবার ২৭ জুন ২০২২থেকে আবারো শুরু হতে যাচ্ছে BAPA & CWA 1182এর টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট আসর।জ্যামাইকার বাইসলে পন্ড পার্কে (Baisley Pond Park) দুপুর ১২:00 ঘটিকায় আসরের উদ্ভোধন হবে ।বাপা প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী ও CWA 1182 টেম্পোরারী এডমিনিস্টেটর রিকি মরিসন সবাই কে উদ্ভোধনী অনুস্টান ও খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন ।
২০২১ সালের ট্রপি জয়ী দল হাডসন হিটার
এদিকে বিভিন্ন দলের মধ্য খেলা নিয়ে চরম উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে । দল গুলোকে বেশ কিছুদিন ধরে ব্যাপক প্রেক্টিস করতে ও দেখা যায় । গত বারের চ্যাম্পিয়ন দল ম্যানহাটন সাউথ ১০২ কমান্ড (হাডসন হিটার)এবারে ও ট্রপি চিনিয়ে আনতে নিয়নিত প্রেক্টিক্স করতে দেখা গেছে ।দলের ম্যানেজার সোলাইমান বলেছেন দলের সমস্ত প্রত্তুতি সম্পন্ন হয়েছে এবং দলের ক্যাপ্টেন এম মোর্সেদ বলেন আশাকরি এবারও আমরা সফল হব।
ফাইল ছবি ২০২১ খেলার