তরী আমার ঘাট খোঁজে
শরিফুজ্জামান পল
তরী আমার ঘাট খোঁজে
নোঙ্গর ফেলতেও রয়েছে মানা
কোথায় যেন ভেঙেছে ডানা
পাল ছিড়েছে, ভাটিতে বাতাস কমেছে
আলোর উজানের শুধু ধুধু বালুচর।
ঢেউয়ের বুকে বৈঠা চেপে বসে আছি
দক্ষিণের কোনে কালো মেঘের জলসা
পশ্চিমে সূর্যের আলো বরফে ঢাকা
গরম হাওয়ায় যৌবনে আগুন
তরী ভাসতে ব্যাকুল।
তরী চলছে ঠিকানাবিহীন
এঁকেবেঁকে সাগর পানে
গুদারার মাঝি আঙ্গুল চুষে
দুই ধারের হিজল,কৃষ্ণচূড়া,শিমুল
ঢোল কলমি, কিছুই নেই
নদী এখন গোরস্থান,শুধু চিহ্ন বয়।
ঘাট যেনো শ্মশানের চিবুকে পোড়া
দেহের ছাই ।
পাটের নৌকায় সূরার আড্ডা
বেহেশতের ডিঙিতে পাল তোলা
মনুষত্ব পেটে, সবাই মহাসুখের লাইনে
ঘাট খুঁজে পাইনা,হাটের ঘাট বন্যার পেটে।
ঘাট এখন সুখের বসত বাড়ি
নদীর জলে ভরে না সুখের কলসি
অচেনা ঘাট,কোনদিন ফিরে পাবো না
তরী আমার ভিড়াতে মানা
আমার যে এখন নেই ঘাটের ঠিকানা।