মোঃশফিকুল ইসলাম খান: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিবন্ধন না থাকায় অনিবন্ধিত ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং ৪ প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের জন্য ১ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন। এ অভিযান পরিচালনা করার সময় এর সাথে ছিলেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আজহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক পূর্বধলা উপজেলায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিবন্ধন না থাকায় আহম্মদ হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ( শ্যামগঞ্জ), নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, ডিফেন্স কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মা ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার, হেনা ডায়াগনস্টিক সেন্টার ও মর্ডান ডায়াগনস্টিক সেন্টার কে লাইসেন্স নবায়নের জন্যে এক মাসের সময় দেয়া হয়েছে। এসময় একতা ডিজিটাল এক্সরের মালিককে ২৪ ঘন্টার মধ্যে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, লাইসেন্স করে প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করতে হবে। এছাড়া লাইসেন্স নবায়নের জন্য কয়েকটি প্রতিষ্টানকে ১ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। যারা এ আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।