নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, যদি উন্নয়ন চান, নৌকায় ভোট দিন, হাবিবকে ভোট দিন। নৌকার জয় হলেই আপনাদের উন্নয়ন হবে। রাস্তাঘাট হবে, স্কুল, কলেজ হবে। আপনাদের এলাকায় উন্নয়নেরে জোয়ার উঠবে।
রবিবার (২৫ জুলাই) সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমানের সমর্থনে জনসভায় বালাগঞ্জে জনসভায় তিনি এসব কথা বলেন।
আহমদ হোসেন বলেন, পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই সিলেটীদের পাবেন। সিলেট এগিয়ে গেলে, এগিয়ে যায় বাংলাদেশ। তাই সিলেটকে এগিয়ে নিতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, হাবিব এখন কোন ব্যক্তি নয়, হাবিব এখন আওয়ামী লীগ। হাবিব জিতলেই আওয়ামী লীগ জিতে যাবে, জিতে যাবে স্বাধীনতার প্রতীক নৌকা। তাই প্রতিটি সেন্টারে নৌকাকে বিজয়ী না করা পর্যন্ত কেন্দ্র পাহাড়া দিতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু কখনও হারেননি, শেখ হাসিনা কখনও হারেননি, তাই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকাকেও হারালে চলবে না। যেকোন উপায়ে নৌকার বিজয় ঘটাতেই হবে।