শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আশুরোগ মুক্তি কামনায় নেত্রকোনায় কোরআন খানি ও দোয়া মাহফিল নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে  নেত্রকোণায় জেলা বিএনপির উদ্যোগে  আলোচনা সভা ও দোয়া মাহফিল  মুন্সীগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদোত্তীর্ণ  তিন বছর আগে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ  নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বাউফলে সালিশ করতে গিয়ে চেয়ারম্যান নিজেই বিয়ে করলেন কিশোরীকে

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশের সময় | রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১০৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;
বাড়িছাড়া দুই কিশোর-কিশোরীর বিষয়ে ডাকা সালিশে পছন্দ হওয়ায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজেই ওই কিশোরীকে (১৪) বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউপির বিবাহিত চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের (৬০) বিরুদ্ধে এমন অভিযোগ।এদিকে সালিশে এমন বিচার পেয়ে কিশোরীর সঙ্গে পালানো কিশোর (১৯) আত্মহত্যার চেষ্টা করে শনিবার (২৬ জুন) রাত থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।



চেয়ারম্যান শাহিন হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রথম স্ত্রী আছেন। সেই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলেও বিবাহিত।১৪ বছরের শিক্ষার্থীকে ৬০ বছরের একজন ইউপি চেয়ারম্যানের বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা শ্রমিক হিসেবে কাজ করেন।



স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীর সঙ্গে এক কিশোরের প্রেমের সম্পর্ক। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে তারা দুজন পালায়। বিষয়টি কিশোরীর বাবা কনকদিয়ার ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান।



কিশোরের বড় ভাইয়ের ভাষ্য, চেয়ারম্যান শাহিন হাওলাদার আনুষ্ঠানিকভাবে কিশোর-কিশোরীর বিয়ে দেয়ার কথা বলে শুক্রবার কনকদিয়া ইউপি কার্যালয়ে যেতে বলেন। সেই অনুযায়ী শুক্রবার সকাল নয়টার দিকে দুই পরিবারের সদস্যরা ইউপি কার্যালয়ে যান। সেখানে মেয়েটিকে দেখে পছন্দ হয়ে যায় চেয়ারম্যানের। তিনি মেয়েটিকে বিয়ে করার আগ্রহ দেখান। কিশোর-কিশোরীর বিয়ের বিষয়ে আর কিছু বললে মেরে ফেলার হুমকি দেন বলে তিনি অভিযোগ করেন।



বড় ভাইয়ের দাবি, সাদা কাগজে সই নিয়ে তাদের দুপুরের দিকে বের করে দেন চেয়ারম্যান। স্থানীয় লোকজন ও মেয়েটির পরিবারের ভাষ্য, কাজী ডেকে পাঁচ লাখ টাকা দেনমোহরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। বিয়ের কাবিননামায় মেয়েটির জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ২০০৩ সালের ১১ এপ্রিল। কিন্তু বিদ্যালয়ে দেয়া জন্মনিবন্ধন ও পঞ্চম শ্রেণী পাসের সনদ অনুযায়ী, ওই ছাত্রীটির জন্ম তারিখ ২০০৭ সালের ১১ এপ্রিল। বিয়ের পর মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যান চেয়ারম্যান। তবে বাড়িতে তার প্রথম স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না।



বিয়ের খবর শুনে ছেলেটি আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের সদস্যদের দাবি। অচেতন অবস্থায় ২৫ জুন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় গ্রাম পুলিশ মো. ফিরোজ আলম।শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছেলে বলে, ‘ওকে আমার কাছে এনে দেন। আমি ওকে ছাড়া বাঁচব না।’



ঘটনা জানার জন্য শনিবার মেয়েটির বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সামনে লোক আছে। এখন কিছু বলব না।’ তবে প্রেমের টানে মেয়ের বাড়িছাড়ার এবং চেয়ারম্যানের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি নিশ্চিত করেন।স্থানীয় কাজী মো. আবু সাদেক বিয়ে পড়ানোর কথা স্বীকার করে বলেন, ‘মেয়েটির জন্মনিবন্ধন দেখে তিনি বিয়ে পড়িয়েছেন।’



ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, ‘নিজের প্রয়োজনে খুবই গরিব ঘরের একটি মেয়েকে বিয়ে করেছি। কাউকে মেরে ফেলার হুমকি কিংবা জোর করার বিষয়টি সত্য নয়।’ আর মেয়ের বয়স ১৮ বছর বলে তিনি দাবি করেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে ছেলেটির খোঁজ নেয়ার জন্য।’



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান এমন ঘটনা ঘটিয়ে থাকলে তা সঠিক কাজ হয়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ

আজকের নামাজের সময়সূচী

সেহরির শেষ সময় - ভোর ৫:২৩ পূর্বাহ্ণ
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৪০ অপরাহ্ণ
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ

©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক আমার সমাচার

কারিগরি সহযোগিতায়- আমার সমাচার আইটি সেল
themesba-lates1749691102