আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পৌর মিলনায়তনে ২০১৯ সালে ভোটার তালিকায় নিবন্ধিত ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরীর সভাপত্বিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, সদ্য নির্বাচিত মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় প্রমুখ।