বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন :প্রচার-প্রচারণা তুঙ্গে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে গণসংযোগ, প্রচার-প্রচারণা তুঙ্গে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ভোট চাইতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। একই পদে অপর পাঁচ প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থীও প্রচারণায় ব্যস্ত।



প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে আসতে শুরু করেছেন। আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন গত বৃহস্পতিবার চট্টগ্রামে এসেছেন। ওই দিন এবং গতকাল শুক্রবার তিনি রেজাউলের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অন্য নেতারাও ছিলেন।

বিএনপির প্রার্থী ডা. শাহাদাতের পক্ষে নির্বাচনী মাঠে এখনো দলের কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি। তবে গতকাল ঢাকা থেকে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল চট্টগ্রামে এসেছেন। আজ শনিবার তাঁরা গণসংযোগে নামবেন বলে দলটির নেতারা জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের এখনো নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে ডা. শাহাদাত হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের সদস্যসচিব ইদ্রিস আলী বলেন, ‘আমাদের দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা আসবেন। কখন তাঁরা আসবেন, তা জানানো হবে। এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছেন।’



মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থীর সঙ্গে গণসংযোগ করেছেন। আমাদের দল ও সহযোগী সংগঠনের আরো কেন্দ্রীয় নেতারাও আসবেন।’

নৌকা প্রতীকে ভোট চেয়ে গতকাল গণসংযোগকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচনে বিশ্বাসী, গণমানুষের রায়ে বিশ্বাসী। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে আসবে বলে আমি আশাবাদী। গণসংযোগে নৌকা ও আওয়ামী লীগের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বিএনপি নানা অজুহাত তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন থেকে সরে গিয়ে পরাজয়ের গ্লানি এড়াতে চাইছে।’



অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চান ডা. শাহাদাত : চট্টগ্রাম সিটি কপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা এবং সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবি জানিয়েছেন। গতকাল দুপুরে নগরীর চকবাজার ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে এ দাবি জানান তিনি।



এ সময় তিনি আরো বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন তৎপর থাকে। কিন্তু চসিক নির্বাচনে প্রশাসন এখনো এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রতিদিন হানাহানি হচ্ছে। সাধারণ ভোটার এবং বিরোধী দলের নেতাকর্মীদের জানমালের নিরাপত্তায় অবিলম্বে বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবি জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ

আজকের নামাজের সময়সূচী

সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪ পূর্বাহ্ণ
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক আমার সমাচার

কারিগরি সহযোগিতায়- আমার সমাচার আইটি সেল
themesba-lates1749691102