প্রকাশক ও সম্পাদক
শুক্রবার আজ শুরু হলো ইংরেজী নব বর্ষ ২০২১ । নতুন প্রত্যাশা আর প্রাপ্তির দিন গননাও শুরু হয়ে গেলো। জীর্ণ ,মলিন পুরাতনকে পিছনে ফেলে ,সকল না পাওয়ার অতৃপ্তিকে ভুলে জীবন যৌবনের আবেগে ভবিষ্যতের আলোকিত দিনের পথে ছুটবে এটাইতো স্বাভাবিক ।গেলো বছর করোনা পরিস্থিতে সারা বিশ্ব ভয়াবহ কাল অতিক্রম করছে ।বিশ্ববাসি আশা করছে ভবিষ্যত প্রজন্ম সকল সকল বাধা অতিক্রম করবে খুশী হবে বিশ্ব পৃথিবী।
আমরা আবার বুক ভরে শ্বাস নিতে পারবো। কোটি কণ্ঠে আবার গেয়ে উঠবো– আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।আমরা কি দরদী কবির সুরে গাইতে পারবো আমাদের সংগীত? আমরা কি আগের মতো চলতে পরবো, আবাদ বিচরন করতে পারবো? কিন্তু -২০২১ ইং সাল টা কি আমদের স্বাধীনতার কাঙ্ক্ষিত অঙ্গীকারগুলো ফিরিয়ে দিতে পারবে? পৃথিবীর সকল স্বাধীন দেশে জাতীয় ঐক্যের প্রতীক জাতির পিতা
হিসেবে একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে সন্মান জানানো হয়।যিনি স্বাধীনতা অর্জনে আপোষহীন নেতৃত্বের ভুমিকায় অবতীর্ন হন। দেশবাসী তথা বিশ্ববাসী কি আগের মতো দাড়াঁতে পারবে? যা আমাদের ভবিষ্যত প্রজন্মকে অসুস্থ ও অসুখী করবে। ইংরেজী নব বর্ষে জাতির মধ্যে বিভেদ না বাড়িয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় বৃহত্তর ঐক্য সৃষ্টির চেষ্টা করি।সকলকে ইং-২০২১ নব বর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো ।