সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তিতাস নদী থেকে হেলাল মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর তিতাস নদীর উপর নির্মিত ব্রিজের নিচ উদ্ধার করা হয়। হেলাল মিয়া জেলার বিজয়নগর উপজেলার কেনা বুধন্তী গ্রামের শিরু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর তিতাস নদীর পুরাতন ব্রিজের নিচে এক বিকট শব্দ শুনতে পায়। এ সময় একটু দূরে মাছ শিকার করছিলেন এক ব্যক্তি। তারা দেখতে পায় এক ব্যক্তি পানিতে তলিয়ে যাচ্ছে। প্রথমে তার নৌকা নিয়ে ছুটে যায় উদ্ধার করতে। পরে সরাইল ফায়ার সার্ভিস ও পওে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেলে মরদেহ উদ্ধার করেন। সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ আলম জানান, মরদেহটি উদ্ধার করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সরাইল থানা ওসি নাজমুল আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, হেলাল মিয়া মানসিক রোগী ছিলেন। সে প্যারালাইজড হয়ে শরীরের একটি অংশ বিকলাঙ্গ ছিল।