সীতাকুণ্ড(চট্রগ্রাম) :
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ত্রিপুরাপাড়া অপহরণের ৪ বছর পর সালাউদ্দিন নামের এক যুবকের(লাশ) কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি একটি দল।বিগত ২০১৬ সালে তার বউয়ের সাথে পরকীয়ার সম্পর্ক জেরে সালাউদ্দিনকে গুম করে পাহাড় পাদদেশে নিয়ে খুন করে আলমগীর,পরে মাটিতে পুঁতে ফেলে।এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মামলার দায়ের হলে আসামী গ্রেফতার হয়।
দীর্ঘদিন মামলা চলার পর আসামী জামিনে বের হয়ে আসে।তখন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।পরে সিআইডি আসামী আলমগীরকে নিজ বাড়ি থেকে আটক করে এবং তার স্বীকারোক্তি মতে শনিবার ১২ ডিসেম্বর ২০ বিকাল ৪ টার দিকে উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ত্রিপুরাপাড়া তাকে নিয়ে গিয়ে,মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।আটককৃত আসামীর বাড়ি,উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘিরপার এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ সালাউদ্দিন এবং নিহত বাড়ি উপজেলার ঐ এলাকার নুর আলম মেম্বারের পুত্র আলমগীর বলে জানা যায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন,সিআইডির ইন্সপেক্টর মোঃ শরীফ,সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম এবং কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা উক্ত বিষয়টি নিশ্চিত করেন।