নিজস্ব প্রতিবেদক:পুলিশের ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) কনস্টেবল আবদুল মতিনকে মারপিটের ঘটনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই মোহাম্মাদ আলী জানান, গত ১৭ জুন বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেছেন।
এদিকে গত ২০ জুলাই বিজ্ঞ আদালতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের বহিষ্কৃত সভাপতি দুলাল চন্দ্র মহন্তসহ ৪ জন নিম্ন আদালতে জামিন নেয়ার জন্য হাজির হয়। বিজ্ঞ আদালত যুবলীগ নেতা আব্দুস শুকুর ও রাসেল আহম্মেদের জামিন মঞ্জুর করেন। আর মামলার প্রধান আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত এবং যুবলীগ নেতা আব্দুল মান্নানের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
জানা যায়, ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) কনস্টেবল আবদুল মতিন গত ২৩ ফেব্রুয়ারি (রোববার) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় উপজেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত এবং তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় সেখানে আসেন। তারা কনস্টেবল মতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপরে কনস্টেবল মতিন নন্দীগ্রাম থানায় দুলাল চন্দ্র মহন্ত, আকতার হোসেন সুমন, প্রশান্ত কুমারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
বগুড়ার নন্দীগ্রওাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) কনস্টেবল আবদুল মতিনকে মারপিটের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে উপজেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে