নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাপদ রবিদাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের মৃত কোকিল রবিদাসের ছেলে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে এ ঘটনা ঘটেছে। এসময় আরও একজন আহত হয়েছেন। তিনি হলেন পৌর এলাকার মেডিকেল মোড় এলাকার রাম পদ রবিদাসের ছেলে রাজু রবিদাস (৩০) ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো খুব ভোরে পদ্মা নদীতে মাছ ধরতে যান তারা। মাছ ধরে নদী থেকে উঠতে গিয়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক পোলের টানায় তারাপদ রবিদাস বিদ্যুৎস্পৃষ্ট হলে তার সঙ্গে থাকা রাজু রবিদাস তাকে ছাড়াতে গেলে তারা দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রামেক হাসপাতালে নেওয়ার পথে তারাপদ রবিদাসের মৃত্যু হয়। রাজু রবিদাস বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনাটি নেসকোকে জানানো হয়েছে।