মো:এমদাদুল ইসলাম:নেত্রকোনা জেলা প্রশাসক কর্তৃক আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে পূর্বধলা উপজেলায় ৩৪ টি বাজার অস্থায়ী পশুর হাট হিসেবে ইজারা প্রদানের জন্য( ১৯ জুলাাই) অনুমোদন প্রদান করেছেন। সেই প্রেক্ষিতে আগামী ২১ জুলাই ২০২০ তারিখ সকাল ১১ঃ০০ টায় উন্মুক্ত ডাক এর মাধ্যমে ইজারা প্রদান করা হবে। ইজারা নিতে আগ্রহী ব্যক্তি/ডাককারীকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থেকে উন্মুক্ত ডাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়রছে।বাজার গুলো হলো ১।কালিহর হাটখলা বাজার২। ভিকুনীয়া বাজার ৩।পূর্ব ভিকুনীয়া মাঠখলা বাজার ৪।ঘাগড়া বাজার ৫।কাপাসিয়া বাজার ৬।বহুলি বাজার ৭।
মেঘশিমুল নতুন বাজার ৮।মেঘশিমুল পূর্বপাড়া নতুন বাজার ৯।মৌদাম বাজার ১০।বাড়হা বোর্ড বাজার ১১।দেওটুকুন বাজার ১২।বাড়িয়ল বাজার১৩।জামধলা বাজার১৪।দত্তকুনিয়া বাজার বাজার১৫।নারায়নডহর বাজার১৬।ত্রিমোহনী বাজার১৭।আগিয়া বাজার ১৮।বুধি বাজার ১৯।জালশুকা বাজার ২০।বালুচরা বাজার ২১।সরিস্তলা বাজার২২।ধোবারুহী বাজার২৩।খলিশাউড় খান পাড়া বাজার২৪। ইচুলিয়া বাজার২৫।ফাজিলপুর২৬।শাহবাজপুর বাজার২৭।হাবিবপুর বাজার২৮।কদমতলী বাজার ২৯।দাপুনিয়া বাজার ৩০।সাহোদকোনা বাজার৩১।ঘাটের বাজার ৩২। মহিমা বাজার,৩৩।মাথাং বাজার, ৩৪।বাইজ্ঞ বাজার