নিজস্ব প্রতিবেদক:পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এ তথ্য জানান।
গত ১০ জুলাই তার নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল। রোববার রাতে করোনা পজিটিভের কথা জানানো হয়।
জানা গেছে, গত ১০ জুলাই ইউএনও এবং তার মেয়ের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। সপ্তম শ্রেণীতে পড়য়া তার কন্যার পাঠানো নমুনায় করোনা নেগেটিভ এসেছে। ইউএনও বৃহস্পতিবার থেকেই নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা জানান, তিনি শারীরিক ভাবে সুস্থ। পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
রোববার পর্যন্ত কাউখালী উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ব্যাংক কর্মকর্তা, ভুমি কর্মকর্তা, পুলিশ, শিক্ষকসহ ৩১ জন। সুস্থ্য হয়েছেন ৬ জন।