মো: এমদাদুল ইসলাম: করোনা ভাইরাসের কারণে সারাদেশ জুড়ে মানুষ লকডাউনের মধ্যে আছে।যার ফলে অধিকাংশ মানুষকে থাকতে হচ্ছে ঘর বন্ধি।এতে পারিবারিক কলহ,নারী নির্যাতন, শিশু নির্যাতন সহিংসতা সারাক্ষণ লেগেই আছে।আর ঘর বন্ধি পুরুষরা নেই সস্তিতে।ছেলে,মেয়ে,স্ত্রী স্বামী কারো কোন কাজ না থাকায় অস্থির সময়ে সবার মন মেজাজ খুবই কিটকিটে হয়ে আছে।প্রতিদিন রক্তা রক্তি কান্ড,মারামারি মামলা মোকদ্দমা নিস্তার নেই পুলিশ,ডাক্তার,সাংবাদিক, নেতা কর্মীদের।এই সময়ের মধ্যে দেখা যায় আজীবনের সামাজিক বন্ধনগুলি হিংস্রতায় রুপ নিচ্ছে।ছোট খাট বিষয় নিয়ে বড় ধরণের সহিংসতায় রুপ নিয়ে নিহত, আহত পাড়া, মহল্লায়,গোষ্ঠীতে ছড়িয়ে অনাকাংকিত ঘঠনা ঘটে যাচ্ছে পতিক্ষনে।সামাজিক মুল্যবোধগুলির লেশমাত্র নেই।এ থেকে পরিত্রাণ পেতে হলে সকলের কাজ চাই,ব্যস্থতা চাই,চাই করোনা মুক্তি। (চলবে)