[ad_1]
ওয়েবডেস্ক: ভারতে নভেল করোনাভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মহারাষ্ট্রে। আর এই রাজ্যেই করোনা সংক্রান্ত ভুয়ো খবর, অসত্য তথ্য এবং আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য ইতিমধ্যেই ৩৬৩টি অভিযোগ দায়ের হয়েছে মারাঠা সাইবার সেলে।
মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের এক আধিকারিক শনিবার জানিয়েছেন, এর মধ্যেই ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যে ক’টি মামলা দায়ের হয়েছে তার মধ্যে ১৫৫টি কেস ‘হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড’-এর সঙ্গে যুক্ত।
অর্থাত্ হোয়াটসঅ্যাপেই ৪২ শতাংশেরও বেশি ভুয়ো খবর ছড়িয়েছে। আর কোনওভাবেই যাতে করোনা সংক্রান্ত কোনও ভুয়ো খবর মহারাষ্ট্রে ছড়াতে না পারে সেদিকে নজর রাখছে সাইবার সেল।
মহারাষ্ট্রের সাংলি জেলায় একটি অভিযোগ দায়ের হয়েছে যেখানে বলা হয়েছে যে একটি টিকটক ভিডিওর মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য বিশেষ একটি সম্প্রদায়কে দায়ী করা হয়েছে। এমনকি ওই নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর ভাষারও প্রয়োগ করা হয়েছে। লকডাউন জারি হওয়ার পর থেকে এই একটা জেলাতেই অন্তত ১৪টি অভিযোগ দায়ের হয়েছে।
একইভাবে বিদ জেলার পারলি শহরেও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রটানোর ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ। সাইবার সেলের ওই আধিকারিকের কথায়, চলতি বছরে এখনও পর্যন্ত এই লকডাউনের সময়েই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সাইবার সেলে। তবে কেবল হোয়াটসঅ্যাপ নয় ফেসবুকেও ছড়িয়েছে অসত্য তথ্য।
প্রায় ১৪০টি কেসের যোগ রয়েছে ফেসবুকের সঙ্গে, যা মোট অভিযোগের ৩৮ শতাংশেরও বেশি। সাইবার সেলের তরফে জানানো হয়েছে কমপক্ষে ১০১টি এমন ভুয়ো পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হয়েছে।
সুত্র: THE WALL
Post Views:
17
[ad_2]
Source link