[ad_1]
ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য বিশেষজ্ঞরা বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। বিশেষ করে মোবাইল, ল্যাপটপ বা টাকা থেকে যাতে এই ভাইরাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার এই সংক্রান্ত এক প্রযুক্তি নিয়ে এল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ডিআরডিও )-এর হায়দরাবাদের এক ল্যাব।
জানা গিয়েছে এই ল্যাবে এমন এক প্রযুক্তি তৈরি করা হয়েছে যাতে না ছুঁয়েই মোবাইল ফোন, আইপ্যাড, ল্যাপটপ, টাকা, ব্যাঙ্কের চালান প্রভৃতি জীবাণুমুক্ত করা সম্ভব হবে। তার জন্য যে প্রযুক্তি নিয়ে আসা হয়েছে তার নাম ডিফেন্স রিসার্চ আলট্রাভায়োলেট স্যানিটাইজার ( ডিআরইউভিএস )। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, এই পদ্ধতিতে একটি ক্যাবিনেট তৈরি করা হয়েছে।
সেই ক্যাবিনেটের মধ্যে যে বস্তুকে জীবাণুমুক্ত করতে হবে সেটি রেখে রিমোটের মাধ্যমে তা বন্ধ করতে পারবেন। তারপর নিজে থেকেই সেই বস্তু জীবাণুমুক্ত হবে। একবার কাজ শুরু হওয়ার পরে বস্তুটি আলট্রা ভায়োলেট ক্যাবিনেটের ( ইউভিসি ) মধ্যে ৩৬০ ডিগ্রি এক্সপোজার পাবে অর্থাত্ তার প্রতিটি অংশ খুঁটিয়ে জীবাণুমুক্ত করা হবে। একবার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে নিজে থেকেই সেই ক্যাবিনেট স্লিপ মোডে চলে যাবে। বস্তুটিও আপনা থেকেই ক্যাবিনেটের বাইরে বেরিয়ে আসবে।
প্রতিরক্ষামন্ত্রকের তরফে টুইট করে এই বিষয়ে জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘ডিআরডিও হায়দরাবাদের আরসিআই ল্যাবে এই অটোমেটিক কনট্যাক্টলেস ইউভিসি স্যানিটাইজেশন ক্যাবিনেট বানানো হয়েছে, যার নাম ডিফেন্স রিসার্চ আলট্রাভায়োলেট স্যানিটাইজার।
এর মাধ্যমে মোবাইল, আইপ্যাড, ল্যাপটপ, টাকা, ব্যাঙ্কের চেক, চালান, পাসবই, পেপার, এনভেলপ সবকিছু জীবাণুমুক্ত করা সম্ভব হবে। টাকা জীবাণুমুক্ত করার জন্য একটি অটোমেটেড ইউভিসি কারেন্সি স্যানিটাইজেশন ডিভাইস তৈরি করা হয়েছে, যার নাম ‘নোটসক্লিন’।’
জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই এই প্রযুক্তি বিভিন্ন জায়গায় ব্যবহার করা শুরু হবে। ফলে এইসব নিত্যপ্রয়োজনীয় বস্তুর মাধ্যমে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমে যাবে।
সুত্র: THE WALL
Post Views:
22
[ad_2]
Source link